গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচন নিয়ে কোনও বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেই নিয়েছিলেন এবার নির্বাচন করতেই হবে। সেই মতো জিটিএ-র নির্বাচনও হয় এবং সেই নির্বাচনের ফলও প্রকাশ হয়ে গেল এদিন। সেখানে প্রথম জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হয়ে জিতলেন বিনয় তামাং। জয়ের ব্যবধান ৫০০-র বেশি ভোট। কালিম্পংয়েও জয় পেয়েছেন তৃণমূলের সুমন গুরুং। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং নিয়ে তৈরি হয়েছে জিটিএ। মোট ৪৫টি আসনে ভোট হল এবার। তবে জয়ের দিকে এগিয়ে হামরো পার্টি। তার পর রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি।