জয়েন্ট পরীক্ষার্থীরা চড়তে পারবেন ট্রেনে

লোকাল ট্রেন এ যাত্রায়ও চালু হয়নি। বরং কোভিড ঊর্ধ্বমুখি হওয়ায় বিধি নিষেধ খানিকটা কড়াকড়ি করা হয়েছে। কিন্তু তার মধ্যেই রয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। দূর দূর থেকে মানুষ বিভিন্ন সেন্টারের পৌঁছবেন পরীক্ষা দিতে। তাঁদের জন্য শুধু মাত্র পরীক্ষার দিন মানে ১৭ জুলাই বিশেষ ট্রেনি চড়ার ছাড়পত্র দেওয়া হল। শুক্রবার পূর্ব রেলের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। ৩০ জুলাই পর্যন্ত নতুন করে লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। বাস, অটোসহ বিভিন্ন সরক পরিবহনে ৫০ শতাংশ যাত্রী নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলে সমস্যায় পড়তে হতে পারে পরীক্ষার্থীদের। তাই এই মর্মে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য।