ডিসেম্বরে হাওড়া ও কলকাতায় পুরভোট

বিধানসভা উপনির্বাচন শেষ। এবার পুরসভার ভোট নিয়ে ভাবতে চায় রাজ্য সরকার। যে কারণে মঙ্গলবার ৪ আসনেই জয়ের পর সেই লক্ষ্যে নেমে পড়ল রাজ্য সরকার। উৎসবের মরসুম চলে গেলেই রাজ্যে বাজতে পারে পুরভোটের দামামা বলেই মনে করা হচ্ছে। যদিও করোনা সংক্রমণ চোখ রাঙাচ্ছে। সেটা যদি খুব বেড়ে না যায় তাহলে ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় হবে পুরসভার ভোট। তা নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা চালাচ্ছে রাজ্য। একপ্রস্থ আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সব ঠিক থাকলে ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য।