তুরষ্কে ভয়াবহ ভূমিকম্প, মৃত বহু

তুরষ্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই যা পৌঁছে গিয়েছে পাঁচ হাজারের ঘরে। ধ্বংসস্তুপের নিচে এখনও কত মানুষ আটকে রয়েছে তার হিসেবে দিতে পারেনি প্রশাসন। মঙ্গলবার রাতে কেঁপে ওঠে তুরষ্ক ও সিরিয়ার একাংশ। তাসের ঘরের মতো ভেঙে পর একটার পর একটা বহুতল। ঘুমের মধ্যেই বহু মানুষ চাপা পড়ে যায় তার নিচে। সোমবার প্রথমকম্ন অনুভূত হয়। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। তখন সকাল ৪.১৭ বাজে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু উদ্ধারকাজ চলার মধ্যেই আবার কেঁপে ওঠে বিস্তির্ণ এলাকা। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৭.৫। এর আগে ১৯৩৯-এ তুরষ্কে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার কম্পনে  ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এখানে শেষ বড় ভূমিকম্প হয় ১৯৯৯-এ। সেবার ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।