ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু

৬ মাস ধরে জীবন-মৃত্যুর লড়াই থেমে গেল শেষ পর্যন্ত। ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলকর্মী বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভর্তি ছিলেন এসএসকেএম-এ। বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। মুজিবর ইসলাম মজুমদার ত্রিপুরা তৃণমূলের বশ সক্রিয় কর্মী ছিলেন। গত ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাঁর বাড়িতে কর্মসূচি আয়োজিত হয়েছিল। সেদিনই সেখানে হামলা চালানো হয়। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল। সেদিন তাঁর সঙ্গে আরও ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছিলেন। আহত হয়েছিলেন তাঁর পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় মুজিবর ইসলাম ও শুভঙ্কর মজুমদারকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়।  শুভঙ্কর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মুজিবরের আর ফেরা হল না।