দক্ষিণী পোশাকের অপমানে ক্ষুব্ধ ক্রিকেটার

লুঙ্গির মতো ধুতি পড়ে সমালোচনার মুখে সলমন খান। আর সমালোচনায় মুখর হয়ে উঠেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার গান সিনেমার গানে ধুতিকে লুঙ্গির মতো করে পরে একটি মন্দিরে সেই গানটি শ্যুট হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন প্রাক্তন এই ক্রিকেটার। তাঁর মতে, এতে অপমান করা হয়েছে দক্ষিণী সংস্কৃতিকে। তাঁর বক্তব্য অনুযায়ী, ধুতি দক্ষিণের একটি ঐতিহ্যবাহী পোশাক। তিনি টুইটে লেখেন, ‘‘এখানে দক্ষিণ ভারতের সংস্কৃতিকে অপমান করা হয়েছে। এটি লঙ্গি নয়, ধুতি। আর এই ঐতিহ্যের পোশাককে অসম্মান করা হয়েছে।’’ এই গানে সলমনের সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ আর রামচরণও।