দেশে কোভিড মৃত্যুতে আতঙ্ক

সংক্রমণ বেশ কিছুটা কমেছিল। কিন্তু স্বস্তি পাওয়ার মতো নয়। যে কারণে আবার ঊর্ধ্বমুখী সবটাই। তবে সংক্রমণের থেকেও কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রশাসনের কপালে ভাজ পড়ার জন্য যথেষ্ট। মৃত্যুর হার হঠাৎ করে এতটা বেড়ে যাওয়ার প্রশ্ন উঠছে টিকাকরণ নিয়ে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২,৫১৬ জন। যার ফলে দেশে এই মুহূর্তে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭,৪১৬।  যা গত ২৬৭ দিনের মধ্যে সর্ব নিম্ন। তাহলেও আশাবাদী হওয়া যাচ্ছে না। বরং আতঙ্ক বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০১ জনের। মোট করোনার বলি দাঁড়িয়েছে ৪,৬২,৬৯০-এ। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩, ১৫৫ জন।