দেড় বছরে দেশে ১০ লাখ কর্মসংস্থান

টুইট করে এমনটাই ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। আগামী দেড় বছরে দেশে ১০ লাখ চাকরি হবে বলে জানানো হয়েছে সেই টুইটে। তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরগুলোতে। তবে পিএমও-র তরফে জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রকেই দক্ষ কর্মীর প্রয়োজন। আর সেখানেই হবে বেশিরভাগ নিয়োগ। যা নিয়ে মন্ত্রকগুলোতে নির্দেশ চলে গিয়েছে বলেও জানানো হয়েছে। প্রকল্পের নাম ‘মিশন মোড’। তবে বিরোধীরা যাই বলুক না কেন, এই ঘোষণা বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখাচ্ছে। এদিকে ২০২৪-এ লোকসভা নির্বাচন। কেন্দ্র সরকারের চেয়ারে বসার আগে কর্মসংস্থান নিয়ে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার কিন্তু তার কোনওটাই কাজে লাগেনি। সে কারণেই তড়িঘড়ি নতুন প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্র সরকার।