দোল আর হোলিতে মেট্রোর সূচি

দোলে মেট্রো চললেও সংখ্যা কমিয়ে দেওয়া হল বিপুল পরিমাণে। যদিও দোল এবং হোলিতে সাধারণত রাস্তায় মানুষ কমই বের হয়। বন্ধ থাকে স্কুল, অফিস। তবুও বিপুল মেট্রো চলাচলে ঘাটতি হওয়ায় সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। ৭ মার্চ দোল। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হবে দোলযাত্রা। পর দিন হোলি। দু’দিন ধরেই দোল, হোলি মিলিয়ে রেশ চলে রঙ খেলার। এই দু’দিনই ট্রেনের সংখ্যা কমানো হল। ৭ মার্চ, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে ২৮৮টির বদলে চলবে মাত্র ৬০টি ট্রেন। ৩০টি আপ, ৩০টি ডাউন। তবে সকালে বন্ধই থাকবে ট্রেন চলাচল। প্রথম মেট্রো দুপুর আড়াইটেতে ছাড়বে। শেষ ট্রেন স্বাভাবিক দিনের মতই ছাড়বে। ৮ মার্চ বুধবার ২৮৮টির বদলে আপ-ডাউন মিলে ট্রেন চলবে ১৮৮টি।