দ্বিতীয় বিরাট কোহলি

টি২০ পুরুষ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে পৌঁছে গেলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন তিনি। আর তার সঙ্গেই সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন তিনি। এখনও পর্যন্ত তাঁর মোট রান ৯৮৯।  টি২০ বিশ্বকাপের ২৩টি ম্যাচের ২১টি ইনিংসে বিরাটের গড় ৮৯.৯০। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৮৯। এই তালিকার শীর্ষে এখনও পর্যন্ত রয়েছে শ্রীলঙ্কার সনথ জয়সূর্য। তাঁর রান ১০১৬। বিরাট এদিন পিছনে ফেললেন ক্রিস গেইলকে (৯৬৫)।