দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মানসিক অবসাদে ভুগছিলেন অসম থেকে আসা এই যুবক। লকডাউনে প্রচুর মানুষের মতো বেকার হয়েছিল সেও। বয়স মাত্র ১৭। অভাব তো ছিলই। তাই ছোটবেলা থেকে পড়াশোনা ছেড়ে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধিবাম। অতিমারি ও লকডাউনের কারণে সেই কাজও গিয়েছে। তাই হতাশায় নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করে এই যুবক। ছিল হায়দ্রাবাদে। সেখান থেকে কলকাতা এসে অসম ফেরার কথাই ভেবেছিল সে। কিন্তু বাড়ির লোকদের কী জবাব দেবে সেটাই মাথায় ঘুরতে থাকে। তার সদুত্তর তাঁর কাছে ছিল না। আর তখনই দ্বিতীয় হুগলি সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানকার নিরাপত্তারক্ষীদের আগেই সন্দেহ হয়েছিল তার হাবেভাবে। ঝাঁপ দিতে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে তারা।