নতুন দল গড়লেন অনীত থাপা

একটা সময় গোর্খা জনমুক্তি মোর্চা ছিল দার্জিলিং পাহাড়ের জনপ্রিয় দল। তার পর সমস্যা তৈরি হয় দুই শীর্ষনেতা বিমল গুরুং ও  বিনয় তামাংয়ের মধ্যে। একই দলে তৈরি হয় দুই পন্থী। তবে কেউ দল ভেঙে বেরিয়ে যাননি। বরং শেষ পর্যন্ত দ্বন্দ্ব মিটিয়ে হাতও মিলিয়েছিলেন দুই শীর্ষ নেতা। তবে এবার বড় ধাক্কা খেল গোর্খা জনমুক্তি মোর্চা। সেখান থেকে বেরিয়ে গিয়ে জিটিএ-র প্রেসিডেন্ট অনীত থাপা নতুন দল ঘোষণা করে দিলেন। যার নাম ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। এদিন দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে এই দলের কথা ঘোষণা করেন তিনি। হলুদ-ধূসর ও লালচে রঙে তৈরি হয়েছে পতাকা। কেন এই তিন রঙ তাও বোঝানো হল দলের কর্মীদের। এই রঙের সঙ্গেই পতাকায় রয়েছে পাহাড়, তিস্তা, চা ও খুকরির ছবি। যদিও বিমল গুরুং ও বিনয় তামাং অনীত থাপার নতুন দলকে পাত্তা দিতে নারাজ।