পঠানকোটে ভেঙে পড়া কপ্টারের পাইলটের দেহ উদ্ধার

দেখতে দেখতে কেটে গিয়েছে ৭৫ দিন। পঠানকোটের মতো জায়গায় ভেঙে পড়া সেনাবাহিনীর হেলিকপ্টারের চালকের কোনও হদিশও মিলছিল না। ৩ অগস্ট ভেঙে পড়েছিল এই কপ্টার। আর রবিবার আড়ার মাস পর উদ্ধার হল ক্যাপ্টেন জয়ন্ত যোশীর দেহ। সেদিন বিমান চালাচ্ছিলেন কর্নেল অভীত সিং বাথ। ওড়ার পরই বিমানটি ভেঙে রঞ্জিত সাগর ড্যামে। ১২ দিন পর অভীত সিংয়ের দেহ উদ্ধার হয়। বিশাল এই ড্যামে তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া যায়নি জয়ন্তকে। সব ধরনের চেষ্টাই করে দেখা হয়। এদিন ড্যামের ৭০ মিটার গভীর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।