পুজোর আগেই উপনির্বাচন চায় রাজ্য

পুজোর ছুটির আগেই উপনির্বাচন করতে যে রাজ্য প্রস্তুত তা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা। রাজ্যে ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়া বাকি। এবং দুটো কেন্দ্রে সাধারণ নির্বাচন। এই ৭ কেন্দ্রের নির্বাচন পুজোর আগেই সেরে ফেলতে চায় রাজ্য। তার জন্য রাজ্য সরকার প্রস্তুতও। এদিন নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং দুর্গা পুজোর ছুটির সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে সব পরিস্থিতি সামলে রাজ্য নির্বাচন করতে প্রস্তুত। যে যে কেন্দ্রে নির্বাচন হবে সেখানে কোভিড নিয়ন্ত্রণে এবং সেখানে বন্যাও নেই। পাশাপাশি নির্বাচন কমিশনকে রাজ্যের পুজোর ছুটির সময়সীমাও বিস্তারিত জানানো হয়েছে। উপনির্বাচন হবে ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটায়। সাধারণ নির্বাচন হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে।