পুরীতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মৃত দু’জন হাওড়া শিবপুরের বাসিন্দা। মৃতরা হলেন ৫২ বছরের রঞ্জন দাস ও ১৬ বছরের ঋষভ দাস। তাঁদের সঙ্গে ছিলেন রঞ্জনের স্ত্রী, ভাগ্নে ও মা। রঞ্জন ও ঋষভের সঙ্গে জুড়ে গিয়েছিলেন ভআগ্নএও। কিন্তু তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এঁরা সপরিবারে ১ মে পুরী বেড়াতে গিয়েছিলেন। ঘটনাটি ঘটে স্বর্গদ্বারের কাছে সেক্টর ১৩ এলাকার সমুদ্র সৈকতে। সেখানেই স্নান করতে নেমেছিলেন তাঁরা।