প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

সোমবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই শিল্পী। ২০২২-এর শুরু থেকেই নক্ষত্রপতন চলছেই। এবার ওয়াসিম কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১। তঁর রঙ-তুলির জাদুতে মুগ্ধ ছিল দেশ থেকে বিদেশের চিত্রপ্রেমীরা। ১৯৫১ সালে লখনউয়ে জন্ম হয়েছিল তাঁর। লখনউতে জন্ম হলেও কলকাতাকেই নিজের শহর মনে করতেন। থাকতেন এই শহরেই। শেষ সময়ও ছিলেন তাঁর কলকাতার বাড়িতেই। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি হতাশাকে সঙ্গে নিয়েই ঘুরি।’’ আর তা নিয়েই প্রতিদিন নতুন নতুন রূপ পেত তার রঙ তুলির টান। দেশে, বিদেশে অজস্র প্রদর্শনী, আজ তা সবটাই শেষ হয়ে গেল এক ধাক্কায়।