প্রয়াত রেফারি সুমন্ত ঘোষ

৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফিফা রেফারি সুমন্ত ঘোষ। তাঁর রেফারিংয়ে বড় বড় খেলা দেখে গোটা ফুটবল বিশ্ব। রেফারিং কেরিয়ার খুব বড় না হলেও অল্প সময়েই নিজের কাজ দিয়ে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯০-এ ফিফা রেফারি হন তিনি। অবসর নেন ১৯৯৭-এ। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। গত কয়েকদিন তাঁর শরীরের অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ প্রয়াত হন তিনি। কলকাতায় তাঁর বাড়িতেই ছিলেন তিনি। তিনি রেখে গেলেন, স্ত্রী ও দুই ছেলেকে। তাঁর ঝুলিতে রয়েছে প্রি-ওয়ার্ল্ডকাপ, প্রি-অলিম্পিক, এএফসি ক্লাব চ্যাম্পিয়নশির, সাফ কাপ এবং নেহেরু কাপ। রেফারি মহলে জনপ্রিয় ছিলেন তিনি। অবসরের পর রেফারিদের ইনস্ট্রাকটর ও এআইএফএফ-এর ম্যাচ কমিশনারের ভূমিকায়ও দেখা গিয়েছে তাঁকে।