প্রয়াত সেলিম দুরানি

ভারতীয় ক্রিড়ার প্রথম অর্জুন তিনিই। রবিবার সকালে তিনেই জামনগরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডারের বিখ্যাত ম্যাচের তালিকায় রয়েছে ১৯৬০-৬১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে আতিহাসিক টেস্ট সিরিজ জয়। তিনিই হয়ে উঠেছিলেন ওই সিরিজের নায়ক। তার পরই পান অর্জুন পুরস্কার। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন। ১৯৬০-এ টেস্ট অভিষেক হয়েছিল। শেষ টেস্ট খেলেন ১৯৭৩-এ।