ফুটবলের ইতিহাসে মর্মান্তিকতম ঘটনা

সরকারি হিসেব বলছে ৩২৩ জন আহত ও ১২৫ জন মৃত। আর এই মৃতদের মধ্যে রয়েছে ৩২ জন শিশুও। যা শুনে আঁতকে উঠছে মানুষ। ইন্দোনেশিয়ার ফুটবল ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে থাকল। ফুটবলের ইতিহাসে মর্মান্তিকতম ঘটনা বলেই এটিকে ব্যাখ্যা করা হচ্ছে। পুলিশের দিকেই আঙুল উঠছে এই পুরো ঘটনার জন্য। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় পুলিশের মুখ্য আধিকারিককে নির্বাসিত করা হয়েছে সঙ্গে সঙ্গেই। এছাড়া আরও ন’জন অফিসারকে নির্বাসিত করা হয়েছে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কথা অনুযায়ী হোমটিম হেরে যাওয়ার পর তাদের সমর্থকরা মাঠে ঢুকে পরে প্রতিবাদে। এছাড়া ৩৮ হাজার দর্শকাসনের গ্যালারির টিকিট বিক্রি হয়েছিল ৪২ হাজার বলেও খবর। যার ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ার অভিযোগ রয়েছে। আর তাতেই পালাতে গিয়ে পদপিষ্ট হয় মানুষ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিও দিনটিকে ফুটবলের অন্ধকার দিন বলেছেন।