ভেঙে পড়ল মিগ-২১

আবারও মিগ-২১ দুর্ঘটনার কবলে। এবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে। ট্রেনিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে বলে খবর। যদিও বিমান চালক সুস্থ রয়েছে। বায়ু সেনার এই বিমান দুর্ঘটনা কোনও নতুন ঘটনা নয়। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই। এদিন আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মিগ-২১ বাইসন জেট একটি কুড়েঘরের উপর ভেঙে পড়ে। আর তার ফলে সেই বাড়িটিতে আগুন লেগে যায়। টেক অফের পরেই বিমানটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। একটি টুইটে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘‘বিকেল ৫.৩০ নাগাদ এদিন ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন এয়ারক্র্যাফট ট্রেনিংয়ের জন্য উড়েছিল পশ্চিম প্রান্তে। ওড়ার পরে তাঁকে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। চালক সুস্থ শরীরে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।’’ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।