মহারাষ্ট্রে ডেল্টা প্লাস সংক্রমিত ২১

সদ্য সুস্থ হয়ে উঠছে মহারাষ্ট্র। আবারও সেখানে হানা দিচ্ছে কোভিড। কিন্তু এবার সেখানে হাজির ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত সেখানে ২১ জনের শরীরে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তবে বিজ্ঞানীরা বলছেন, এখনই এই সংক্রমণ নিয়ে খুব বেশি কিছু চিন্তার নেই। মহারাষ্ট্র সরকার ১৫ মে থেকে এখনও পর্যন্ত সব জেলা থেকে ১০০টি করে নমুনা সংগ্রহ করেছে। সব মিলে যার পরিমান ৭,৫০০। তার মধ্যে ২১ জনের শরীরে পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্ট। স্বাস্থমন্ত্রকের তরফে জানা হয়েছে, এঁদের মধ্যে ৯ জন রত্নাগিরির, ২ জন মুম্বই, ১ জন করে পালঘর, সিন্ধুদূর্গ ও থানের।