রয়্যাল বেঙ্গল রহস্য বাংলায়

কেন্দ্রের বাঘ সুমারি নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। রবিবার দেশে বাখের সংখ্যা প্রকাশ করেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। কেন্দ্রের হিসেব অনুযায়ী সুন্দরবনে রয়েছে ১০০টি বাঘ। এছাড়া উত্তরবঙ্গের বক্সা, মহানন্দা ও ন্যাওড়াভ্যালি অভয়ারন্যের কথা উল্লেখ থাকলেও সেখানে ক’টা করে বাঘ রয়েছে তার উল্লেখ নেই। যার ফলে বাংলায় বাঘের সংখ্যা নিয়ে সংশয় রয়েছে। রাজ্য বনদফতর পূর্নাঙ্গ হিসেবের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে। রাজ্যের হিসেবের সঙ্গে কেন্দ্রের হিসেবের কোনও মিলও নেই বলে দাবি করা হয়েছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, প্রয়োজনে রাজ্যের তরফে আলাদা রিপোর্ট পেশ করবে বাঘ সুমারির।