লক্ষ্মীপুজোর পরই রাজ্যে শীত

বৃষ্টি যেন গিয়েও যাচ্ছে না। পুজো চলে গেল, অক্টোবরের মাঝামাঝি সময়ে পৌঁছে গিয়েও বৃষ্টি নাজেহাল গোটা দেশসহ পশ্চিমবঙ্গ। তবে সুখবর শোনাল আবহাওয়া অফিস। লক্ষ্মী পুজোর পরই কমবে বৃষ্টি সঙ্গে পাওয়া যাবে শীতের আগমণ বার্তা। ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গেও। তবে পূর্বাভাস লক্ষ্মীপুজোর পর কমে যাবে বৃষ্টি। তার পরই বিদায় নেবে বৃষ্টি। বৃষ্টির বিদায়ের সঙ্গেই রাজ্যে ঢুকে পড়বে শীত। তবে জাঁকিয়ে শীত পড়তে দেড়ি আছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যেও বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বন্যায় বিধ্বস্ত কেরালা, উত্তরাখণ্ডের মতো। জেলা। প্রচুর মানুষের প্রানহানীর খবর রয়েছে এই সব জেলা থেকে।