শিয়ালদহ মেট্রো স্টেশনের সঙ্গে ডিটিডিসি

কবে উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের সেই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মাথায়। দিন শুধু পিছিয়ে যাচ্ছে। পয়লা বৈশাখ থেকে কয়েকবার দিন বদলে এখন তা কবে শুরু হবে তা কর্তারাই জানেন। তার মধ্যেই শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের শুরু জুড়ে গেল ডিটিডিসি। তিন বছরের জন্য এই মেট্রো স্টেশনের সঙ্গে কো-ব্র্যান্ডিং কর ডিটিডিসি সংস্থা। যার ফলে এই পুরো স্টেশন চত্তর এখন থেকে চলে যাবে ডিটিডিসির আওতায়। স্টেশনের ঢোকার দরজা থেকে স্টেশন চত্তরের ১৫০০ বর্গফুট এলাকাকে তারা ব্যবহার করতে পারবে তাদের প্রচারে, বিজ্ঞাপনে। রাখতে পারবে কিয়স্ক। সেখানে রাখতে পারবেন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন সামগ্রী। আর এই সবের কারমেই শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম বদলে হয়ে গেল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো স্টেশন।