সরকারি বাংলো ছাড়লেন রাহুল

তিনি আর সাংসদ নন। তাই তাঁকে ছাড়তে হল সরকারি বাংলো। শনিবার রাহুল গান্ধী বাংলো ছাড়ার সঙ্গে সঙৱ্গে এও জানিয়ে দেন, সত্যি কথা বলার জন্য তাঁকে যা মূল্যই দিতে হোক না কেন তিনি দেবেন। ২০০৫ থেকে ১২ তুঘলক লেনের বাড়িতেই থাকতেন রাহুল গান্ধী। এর পর গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার অভিযোগে তাঁকে দু’বছরের জেলের রান দেয় গুজরাতের সুরাত আদালত। ২০১৯-এর নির্বাচনী প্রচারের সময় মোদী পদবী নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি তাঁর জিনিসপত্র নিয়ে সনিয়া গান্ধীর বাড়ি ১০ জনপথে যাচ্ছেন। আপাতত তিনি সেখানেই থাকবেন।