সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বেশ গতিতেই এগোচ্ছে। এবার জুড়তে চলেছে শিয়ালদহ-সেক্টর ফাইভ। শনিবারই সেই লক্ষ্যে শুরু হয়ে যাচ্ছে ট্রায়াল। সেদিন ফুলবাগান থেকে শিয়ালদহের উদ্দেশের প্রথম মেট্রোর চাকা গড়াবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রায়ালের পরই সিদ্ধান্ত হবে কবে থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো পথ। তবে আপাতত যা হিসেব তাতে ডিসেম্বরের শেষেই শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে মেট্রো। ফুলবাগান থেকে শিয়ালদহ-র দুরত্ব সাড়ে তিন কিলোমিটার। কিছুদিনের মধ্যেই জুড়ে যাচ্ছে সেই পথ। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বৃহত্তম স্টেশন হতে চলেছে শিয়ালদহ। থাকবে ৩০টি টিকিট কাউন্টার, ১৮টি এসকালেটর, ৫টি লিফট ও ৯টি সিঁড়ি।