সৌর ঝড়ের প্রভাব পড়বে পৃথিবীতে

এমনটাই জানিয়েছে নাসা। বৃহস্পতিবারই সূর্যের বুকে যে ঝড়ের সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়তে পারে পৃথিবীর উপর বলে জানানো হয়েছে। সোলার স্ট্রমেএর নাম অনেকেই শুনেছে কিন্তু সেটা ঠিক কী তা নিয়ে তেমন ধারণা নেই সাধারণের। বৈজ্ঞানিকদের ব্যাখ্যা অনুযায়ী, সূর্যের ভিতরের যখন ঝঞ্ঝার সৃষ্টি হয় তখন ভিতরের শক্তি বেরিয়ে আসে বাইরে আর তার মধ্যে তৈরি হয় চৌম্বকশক্তি। এটি বেরিয়ে আসার সময় বিপুল বিস্ফোরণের সৃষ্টি হয় আর সেটিই সৌরঝড়ের সৃষ্টি করে। এর ফলে পৃথিবীর উপর নানা রকমের প্রভাব পড়তে পারে। যেমন ইন্টারনেট পরিষেবা, মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা হতে পারে।