হবিই কাল হল, অ্যান্টিক কয়েনের লোভে অপহরণ

সোনারপুরের আকাশ সর্দারের কাছে ১৮৩০ সালের একটি অ্যান্টিক কয়েন রয়েছে জানতে পারে শীতল আগরওয়াল ও শাহনওয়াজ মোল্লা। তারা অ্যান্টিক কয়েন সংগ্রহ করে থাকেন। এটা জানার পর তারা আকাশের সঙ্গে বন্ধুত্ব করে। জানা যায় যে অ্যান্টিক কয়েন আকাশের কাছে রয়েছে তার  বাজার মূল্য ৫০ কোটি টাকা। আকাশ প্রথমে টাকার বিনিময়ে সেই কয়েন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে সে নিজের মত বদলায়। তার পরই আকাশকে অপহরণ করে এই দুই ব্যক্তি। আকাশের বাড়িতে ফোন করে কয়েন চাওয়া হলে তার বাড়ির লোকের আকাশ থেকে পড়েন। তাঁদের এ বিষয়ে কিছুই জানেন না। পরে মুক্তি পণ চাওয়া হয় ২০ লক্ষ টাকা। তখনই পুলিশের দ্বারস্থ হয় আকাশের পরিবার। মুক্তিপণের টাকা নিতে এসেই পুলিশের খপ্পরে পড়ে যায় অপহরণকারীরা।