হাইতি ভূমিকম্পে মৃত্যু ১০০০ ছাড়াল

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হাইতির একাংশ। চারদিকে শুধুই ধ্বংসের চিহ্ন। ভেঙে পড়া বাড়ির নিচে এখনও আটকে রয়েছে প্রচুর মানুষ। উদ্ধারকাজ চলছে। গত শনিবার রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। তার পর থেকেই শুরু হয় উদ্ধারকাজ।  এখনও পর্যন্ত ১,২৯৭ জনের মৃত্যুর খবর রয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত্যু। ক্ষয়ক্ষতির হিসেব এখনও করে উঠতে পারেনি সে দেশের প্রশাসন। হাইতির পাশে দাঁড়িয়েছেন, ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে হাইতির প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের ক্ষয়ক্ষতির হিসেব পুরো না হওয়া পর্যন্ত বিদেশ থেকে তাঁরা সাহায্য নেবেন না। দেশের সরকারই দেশের নাগরিকদের পাশে দাঁড়াবে। তবে ইতিমধ্যেই সেখানে উদ্ৱারকারী দল পাঠিয়েছে আমেরিকা।