হু হু করে বাড়ছে বাংলায় করোনা

সপ্তমীতে প্রতিদিনই ঊর্ধ্বমুখি বাংলার কোভিড গ্রাফ। তাও অচেতন মানুষ মেতেছে উৎসবে। এই উৎসবই যে কখন অভিশাপ হয়ে দাঁড়াবে তা এখনও বুঝতে পারছে না বাংলার জনতা। প্রশাসনও মানুষের কথা ভেবে সব উন্মুক্ত করে দিয়ে বসে আছে। ষষ্ঠীর পর সপ্তমীতে আক্রান্তের সংখ্যা বেড়েছিল প্রায় ১০০-র উপর। এদিন তা আরও বাড়ল। অষ্টমীতে আক্রান্তের সংখ্যা ৭৭১। মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতার পরিসংখ্যান আরও ভয়ঙ্কর। সেখানে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। সেখানে আক্রান্ত ২০৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন। নমুনা পরীক্ষাও কমেছে এদিন। সব মিলে উদ্বেগ বাড়ছে।