২৩ অগস্ট থেকে ফের খুলছে পুরীর মন্দির

পুরীর জগন্নাথ মন্দির ফের সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কতা ঘোষণা করল মন্দির কমিটি। বুধবার তারা জানিয়েছে, আগামী ১৬ অগস্ট থেকে স্থানীয় বাসিন্দাদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। বহিরাগতদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। সকলের জন্য মন্দির খুলে দেওয়া হবে ২৩ অগস্ট থেকে। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার ফাইনাল ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। অথবা আরটিপিসিআর-এর নেগেটিভ রিপোর্ট। শনি এবং রবিবার পুরীতে সাপ্তাহিক লকডাউন থাকে বলে ওই দু’দিন মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ যদিও বজায় থাকবে। গত ২৪ এপ্রিল থেকে মন্দির সাধারণের জন্য বন্ধ ছিল।