২৪ ঘণ্টায় বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে

সকাল থেকেই মেঘলা। কখনও রোদ আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। এ যেন বর্ষার আগমনী বার্তা। হ্যাঁ, ঠিকই। ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে বৃষ্টি। তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আর তার কারণেই ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। দুপুরের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রবল পরিমাণে এখনও তার দেখা পাওয়া যায়নি। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টি হবে পাহাড়েও। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং।