৬-৮ সপ্তাহের মধ্যেই তৃতীয় ওয়েভ ভারতে

শুক্রবারই শোনা গিয়েছিল তৃতীয় ঢেউ আসতে পারে অক্টোবরে। কিন্তু শনিবার এইমসের মুখ্য আধিকারির রনদীপ গুলেরিয়া জানিয়ে দিলেন, তৃতীয় ঢেউ অক্টোবর নয় আছে পতে পারে ৬-৮ সপ্তাহের মধ্যেই। তবে দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না। দ্বিতীয় ঢেউ একটু শান্ত হতেই দেশ জুড়ে আনলক পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। আর যার ফলে আর কোভিড নিয়ম বাদ্ধতামূলক থাকছে না আর এই নিয়ম ভঙ্গই নতুন করে বড় ধাক্কা দিতে পারে দেশের মানুষকে। তবে তৃতীয় ওয়েভ সামলাতে পারেন সাধারণ মানুষই বলে মনে করছেন তিনি। লকডাউন উঠে গেলেও মেনে চলতে বলছেন সব বিধি। তবেই আটকানো যাবে দাপট। সঙ্গে গতি বাড়াতে হবে টিকাকরণে।