৯ বছর পর চাকরি পেলেন

উত্তর ২৪ পরগনার অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় পরীক্ষা দিয়েছিলেন ২০১২ সালে। ২০০৯-এ প্রাথমিক সিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার পরীক্ষা হয় ২০১২-তে। এর পর ২০১৪-তে হয় ইন্টারবিউ। ২০২১-এ প্রকাশিত হয় সেই প্যানেল। কিন্তু সেই প্যানেলে নামছিল না অম্বিকার। এর পর আরটিআই করে দেখেন যে প্যানেল প্রকাশিত হয়েছে তাঁর সব থেকে নিচে যাঁর নাম রয়েছে তাঁর থেকে দ্বিগুন নম্বর পেয়েছিলেন তিনি। এর পর আদালতের দ্বারস্থ হন। বুধবার সে মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই তিনি রায় দেন অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় এই চাকরীর জন্য যোগ্য এবং তাঁকে দ্রুত নিয়োগ করতে হবে।