কর্ণাটকের অন্তত ৩১ জন সুদানে আটকা পড়েছে। এই সময় সেখানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াইয চলছে। যার ফলে প্রায় ২০০ জন নিহত এবং ১৮০০ জন আহত হয়েছেন। কর্ণাটক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) বলেছে যে তারা বিদেশ মন্ত্রককে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করতে সুদানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। কমিশনার কেএসডিএমএ মনোজ রাজন বলেন, “আমরা একটি বার্তা পেয়েছি যে কর্ণাটকের বাসিন্দা ৩১ জনের একটি দল সুদানে আটকে রয়েছে। আমরা এই বিষয়ে এমইএকে জানিয়েছি। আমরা তাদের সুদানে ভারতীয় দূতাবাসের নির্দেশ মেনে কাজ করতে বলেছি। এখন যেখানে রয়েছে সেখান থেকে বাইরে যাতেনা যায় সেটা বলা হয়েছে।’’