Delhi Cold: তাপমাত্রা নামল তিনের ঘরে

গত শনিবার থেকেই দেশ জুড়ে জাঁকিয়ে পড়তে শুরু করেছে ঠান্ডা। হুহু করে নামছে পারদ। যার প্রভাব পড়ছে উত্তর ভারতের রাজ্যগুলোতে। এদিন রাজধানী দিল্লির তাপমাত্রা নেমে গেল তিনের ঘরে। এই মরসুমে এটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ৩.১ ডিগ্রিতে। দিল্লির পাশাপাশি শৈত্যপ্রবাহ চলছে পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থানের মতো রাজ্যে। রাজস্থানের অনেক জায়গায় শূন্যতে নেমে গিয়েছে তাপমাত্রা।  চুরুতে তাপমাত্রা ০.৫ ডিগ্রি। এর সঙ্গে শ্রীনগরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে মাইনাস ৫.৮ ডিগ্রিতে।