গ্যাংটক যাওয়া যাবে এ বার সরাসরি বিমানে
বিমানবন্দর আগেই তৈরি হয়েছিল। সেখানে নেমেছিল বায়ুসেনার বিমান। তবে তা পরীক্ষামূলক ভাবে। এ বার সেই একই বিমানবন্দরে নামল বাণিজ্যিক বিমান।
সিকিমের পাকইযং বিমানবন্দর। শনিবার যে বাণিজ্যিক বিমান নামল সেখানে, তা-ও কিন্তু পরীক্ষামূলক ভাবেই নামল। তবে, এই বাণিজ্যিক বিমানের অবতরণকে নিয়ে আশায় বুক বেঁধেছেন সিকিমের পর্যটন ব্যবসায়ীরা।