রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল, কলকাতাতে সাড়ে ৪ হাজার ছুঁই ছুঁই

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজাররাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে দেখা গেল এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ৯০ জন করোনা আক্রান্ত হলেও সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩০৩ জন।

এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩০৩ জন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

গত বুধবারই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ দিনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১ জন। সব মিলিয়ে এ দিন পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ৫২৯।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৫৮ জন। তার মধ্যে কলকাতাতেই রয়েছেন ২ হাজার ২১২ জন। সব মিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০০ জন। স্বাস্থ্য দফতরের ওই বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সুস্থ হওয়ার হার ৫৫.৭৯ শতাংশ।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)