জিতেন্দ্র তিওয়ারি কি বিজেপিতে, জোর জল্পনা রাজনৈতিক মহলে

জিতেন্দ্র তিওয়ারিজিতেন্দ্র তিওয়ারি

জাস্ট দুনিয়া ব্যুরো: জিতেন্দ্র তিওয়ারি কি বিজেপিতে যাচ্ছেন? গত কয়েক দিনের মতো বুধবারও জিতেন্দ্র তিওয়ারি-র কথাবার্তা এবং কার্যকলাপ সেই ইঙ্গিতই দিচ্ছে।

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা আসানসোলের পুর-প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি বুধবার সকালে গিয়েছিলেন দুর্গাপুরে আইএনটিটিইউসি-র এক সভায়। সেখানে যেতে দলের রাজ্য স্তরের এক নেতা তাঁকে নিষেধ করেছেন অভিযোগে তোপ দাগেন। এ দিন সকালে দুর্গাপুরের সগড়ভাঙায় বেসরকারি গ্রাফাইট কারখানার সামনে আয়োজিত সভা থেকে জিতেন্দ্রবাবু দাবি করেন, ১৮ ডিসেম্বরের আগে তাঁকে দল ও শ্রমিক সংগঠনের কোনও কর্মসূচিতে যোগ দিতে নিষেধ করেছেন দলের এক নেতা। তিনি বলেন ‘‘স্থানীয়দের কাজের দাবিতে এখানে যোগ দিয়েছি। হয়তো বিকেলে আমাকে জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে। ছেড়ে দেব, কোনও মোহ নেই। আমার সব ‘রেডি’ আছে। পশ্চিম বর্ধমান জেলার নেতাদের আর দাবিয়ে রাখা যাবে না।’’ পাশাপাশি, তিনি আসানসোল পুরসভার প্রশাসক পদ থেকেও ইস্তফা দিতে প্রস্তুত বলে জানান।

হয়তো বিকেলে আমাকে জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে। ছেড়ে দেব, কোনও মোহ নেই। আমার সব ‘রেডি’ আছে।


(বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে আসানসোল পুরসভার কেন্দ্রের অনুদান না পাওয়ার কারণ নিয়ে একটি ক্ষোভের চিঠি লেখেন জিতেন্দ্র। এ দিনও ফিরহাদের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, ‘‘মন্ত্রীকে চিঠি দিলাম। আর তিনি বললেন, ‘অন্যায় কাজ। প্রয়োজনে বিজেপি-তে যাক’। আপনার জ্ঞান কে শুনবে? আপনাকে দেখে নয়, দল করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।’’

বেলা গড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন। নেত্রীর নির্দেশ মতো ১৮ ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। পরে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ফোন করে ১৮ ডিসেম্বর তাঁর সঙ্গে বৈঠকে যেতে বলেছেন। মাথা গরম করতে নিষেধ করেছেন। বৈঠকে যাব।’’

সন্ধ্যার পরে, তাঁকে আবার দেখা যায় কাঁকসায় বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে। সেখানে তিনি বৈঠক করেন এ দিনই বিধায়ক পদে ইস্তফা দেওয়া শুভেন্দু অধিকারী এবং দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে। বৈঠকের পরে, বিজেপিতে যাচ্ছেন কি না জানতে চাইলে তাঁর মন্তব্য, ‘‘সংবাদমাধ্যমকে বলার বিষয় নয় এটা।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)