১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা ৬ ম্যাচের লিমিটেড ওভারের সিরিজ। ১৩ জুলাই থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়া কথা ছিল। কিন্তু হোম টিমের অন্দরে কোভিড হানা দেওয়ায় আপাতত তা পিছিয়ে ১৮ জুলাই করা হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কা শিবিরে কোভিড আক্রান্ত কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ডাটা অ্যানালিস্ট জিটি নিরোশান। যার ফলে গোটা দলেরই কোয়রান্টিনের সময়সীমা বেড়েছে। আপাতত ভারত-শ্রীলঙ্কা সিরিজের সূচি দাঁড়িয়েছে, তিনটি ওডিআই ম্যাচ হবে ১৮, ২০ ও ২৩ জুলাই। টি২০ ম্যাচ গুলি হবে ২৫, ২৭, ২৯ জুলাই। সব ম্যাচই হবে প্রেমদাসা স্টেডিয়ামে।