শুক্রবারই সুখবর এসেছিল রাজ্যে কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিন্তু রাত পোহাতেই আবার ঊর্ধ্বমুখী সেই গ্রাফ। এদিন রাজ্যে কোভিডে সংক্রমিত হয়েছেন ৭৪৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৯১ জন। এখনও আক্রান্তের তালিকায় শীর্ষে সেই উত্তর ২৪ পরগনা। এদিন সেখানে ৯৭ জন আক্রান্ত হয়েছেন। ৭৬ জন আক্রান্ত হয়েছেন জলপাইগুড়িতে। তৃতীয় স্থানে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। ১৫ জনের মৃতের মধ্যে নদিয়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনায় ৩ জন, কলকাতা ও হুগলিতে ২ জন করে এবং জলপাইগুড়ি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।