রাজ্যে কমল কোভিড আক্রান্ত

সেই একই কাহিনি লেখা হচ্ছে প্রতিদিন। একদিন কমছে তো একদিন বাড়ছে। তাই কমছে শুনে খুব বেশি উৎফুল্ল হওয়ারও কোনও কারণ নেই সাধারণ মানুষের। শনিবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার আবার তাতে রাশ টানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এদিনও আক্রান্তের নিরিখে সীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। দ্বিতীয়স্থানে কলকাতা, আক্রান্ত ৬৮ জন। চিন্তায় রাখছে দার্জিলিং ও জলপাইগুড়ি।। দুই জেলায় যথাক্রমে আক্রান্ত  ৬৯ ও ৬০ জন। এদিন রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৬৩ জন।