ক্লাবের তরফে চুক্তিতে দ্রুত সই চান ভাইচুং

ভারতের ফুটবল আইকন তিনি। ইস্টবেঙ্গল, মোহনবাগানে দাঁপিয়ে খেলেছেন। তবে তিনি অনেকবেশি ইস্টবেঙ্গলেরই। তাই ক্লাবের খারাপ সময়ে মনটা তাঁরও খারাপ হয়। সেই ভাইচুং ভুটিয়াই চান ক্লাব যেন দ্রুত ইনভেস্টরদের সঙ্গে চুক্তিতে সই করে। অনেক কষ্ট করে মুখ্যমন্ত্রী শ্রী সিমেন্টের মতো স্পনসর জোগাড় করে দিয়েছেন আর সেটা ক্লাবের অনুরোধেই করেছেন এখন ক্লাবের পিছিয়ে আসার কোনও কারণ দেখছেন না ভাইচুং। বরং তিনি মনে করেন এটা অনেক আগে ভাবা উচিৎ ছিল। তি‌নি নিজেও ইনভেস্টরের বিষয়ে ক্লাবকে তাড়াহুড়ো করতে বারন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি ক্লাবের চূড়ান্ত অপেশাদারিত্ব বলেই ব্যাখ্যা করেছেন।