রুমমেটকে খুন করে নিশ্চিন্তে ঘুম

শনিবার রাতে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের দাভা অঞ্চলে। ২৬ বছরের দেবাংশ ওয়াঘদে ও রাজু নান্দেশ্বর একই ভাড়ার ঘরে থাকতেন। দু’জনের মধ্যে হঠাৎ ঝগড়া লেগে যায়। সেই অবস্থাতেই নান্দেশ্বরকে কোনও ধারালো জিনিস দিয়ে মাথায় আঘাট করে দেবেশ। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর সেই রুমমেটের মৃত দেহ তাঁদের বাড়ির কাছেই একটি ফাঁকা জায়গায় ফেলে এসে নিজের ঘর পরিষ্কার করে ঘুমিয়ে পড়ে। দু’জনে শুধু রুম মেটই ছিলেন তা নয়, কাজ করতেন একই সংস্থায়। দু’জনেই গাড়ির মেকানিক্স হিসেবে একটি গ্যারাজে কাজ করতেন। ঘটনার জানাজানি হয় যখন কিছু স্থানীয় মানুষ দেহটি দেখতে পান। দেবেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।