লোকাল ট্রেনের দাবিতে দত্তপুকুরে বিক্ষোভ

এমনটা নতুন কিছু নয়। কোভিড কালে যখন লোকাল ট্রেন চলাচল বন্ধ এবং তার মধ্যেই চলা স্টাফ স্পেশালকে ঘিরে মাঝে মধ্যেই তৈরি হচ্ছে বিক্ষোভ। এবার সেই বিক্ষোভের ঘটনাই ঘটল দত্তপুকুরে। দপায় দফায় বিক্ষোভের পর শুরু হয় অবরোধ। যার ফলে শিয়ালদহ-বনগাঁ রেল পথে স্টাফ স্পেশাল চলাচলে বন্ধ হয়ে যায়। এখন রেল চলাচলের নিয়মে অন‌েকটাই শিথিলতা এসেছে। স্টাফ স্পেশালে জরুরি কারণ দেখিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে ওঠা যাবে। তবে ট্রেনের সংখ্যা নেহাৎই কম তাতেই হচ্ছে সমস্যা। এদিন সাধারণের সমস্যার কথা জানিয়ে দত্তপুকুর থেকে শিয়ালদহ ট্রেন চালানোর দাবি ওঠে। ১৬ অগস্টের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশ্বাস দেওয়া হয় রেলের তরফে। তার পরই ওঠে অবরোধ।