কালনায় শিক্ষিকার ঝুলন্ত দেহ

শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ ছেলের ব্যবহারে। কালনার প্রফেসর কলোনির  ঘটনা। তাঁকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে ছেলের সঙ্গে ঝগড়া করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন মৃত শিক্ষিকা সুনন্দা বন্দ্যোপাধ্যায়। ছেলে জানিয়েছেন, পড়াশোনা নিয়ে তাঁর মায়ের সঙ্গে মাঝে মাঝেই ঝামেলা হত। মঙ্গলবার পেরিয়ে বুধবার হয়ে গেলেও শিক্ষিকার কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি।  ছেলের দাবি বুধবার অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ভয় পেয়ে তিনি কলকাতায় মামা বাড়ি চলে যান। মামারা গোটা ঘটনা জানার পর তাঁকে নিয়ে কালনায় পৌঁছন। খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে।