সুস্থ হচ্ছে দেশ। সব ঠিক থাকলে বা কোভিড বিধি মেনে চললে দ্রুত সুস্থ হয়ে উঠবে গোটা ইঙ্গিত দিচ্ছে দেশের কোভিড গ্রাফ। গত ৯ মাসে এদিন সর্বনিম্ন ছিল দেশের কোভিড সংক্রমণ। মৃত্যুও কমেছে অনেকটাই। বাকিটা নির্ভর করছে রাজ্যগুলোর উপর। যত তাড়াতাড়ি রাজ্য সুস্থ হবে তত তাড়াতাড়ি দেশ সুস্থ হয়ে উঠবে। এদিন স্বাস্থ্য দফতরের তথ্য বলছে গত২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮,৮৬৫জন। মৃতু হয়েছে ১৯৭ জনের। দেশেকর অ্যাক্টিভ কেসে নেমে গিয়েছে ০.৩৮ শতাংশে। যা ২০২০ মার্চের পর সর্বনিম্ন। সুস্থতার পরিমাণ ৯৮.২৭ শতাংশ। চোখ রাঙাচ্ছে আবার সেই কেরালা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৪৫৪৭ জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের।