ফ্রান্সের আইফেল টাওয়ারের উচ্চতা বেড়ে গেল ছ’মিটার (প্রায় ২০ ফুট)। রাজধানী প্যারিসের এই জগদ্বিখ্যাত টাওয়ারের মাথায় বসানো হয়েছে একটি এন্টেনা। উচ্চতা বৃদ্ধির কারণ সেটাই। মঙ্গলবার সেখানে সমবেত পর্যটকরা দেখলেন একটি হেলিকপ্টারে একটি রেডিও অ্যান্টেনা বসানো হল একেবারে টাওয়ারের মাথায়। এর ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়ে দাঁড়াল ৩৩০ মিটার (১০৮৩ ফুট)।