দু’বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে রাজ্যে

দু’বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে রাজ্যে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। কোভি়ড পরিস্থিতির মধ্যে এ বারের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে। অর্থাৎ, পড়ুয়ারা নিজের স্কুলে গিয়েই পরীক্ষা দেবেন।