IIT Madras-এ ১২ জন কোভিড পজিটিভ

দেশে আবার বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। কেরালা তো আগে থেকেই রয়েছে রিস্ক জোনে। তার মধ্যে IIT Madras-এর খবরে চিন্তার ভাজ স্বাস্থ্য দফতরের কপালে। ইতিমধ্যেই ১২ জনের আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। কোভিড বাড়ার তালিকায় রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রও। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৩৮০ জন।  বেড়েছে অ্যাক্টিভ কেসও। মৃত্যু হয়েছে ৫৬ জনের। তাও ঊর্ধ্বমুখি। সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে সবেই শুরু করেছে। তার মধ্যেই আবার চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। তাই নতুন করে সাবধান হওয়ার সময় এসেছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে বার বার করে একটিই কথা বলা হচ্ছে, ‘‘সব করুণ, শুধু মাস্ক পরুন আর স্যানিটাইজার ব্যবহার করুন।’’ সেটাও সম্ভব হচ্ছে মানুষের পক্ষে। যার ফল আবার দেখা দিতে শুরু করেছে।